গত ২৫ই জানুয়ারী শিক্ষা মোদের আশার আলো,শিক্ষা মোদের হাসি,শিক্ষার আলোয় আলোকিত হোক স্বপ্নের দেশ বাসি।শিক্ষার আলো আগের চেয়ে অনেক বেশি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।ছোট সোণামনিদের জন্য আমাদের রেডিও মেঘনা সাঝিয়ে থাকে শিক্ষা মূলক অনুষ্ঠান পাঠশালা।আমরা গিয়েছিলাম ২৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়,ঘোষের হাট ।সেখানে গিয়ে কথা বলি সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক এবং ছাএ- ছাএীদের গান ,কবিতা ও ছাত্র- ছাত্রীদের বীদ্যালয়ে আসতে কেমন লাগে।কথা হলো প্রধান শিক্ষক এ কে এম ফরিদ উদ্দিনের সাথে,তিনি বলের এই বিদ্যালয়টি সিকৃতীএবং প্রতিষ্ঠিত হয়েছে ১৯৬৩ সালে এবং সরকারি হয়েছে ১৯৭৩ সালে।এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ মোট ৫ জন শিক্ষক রয়েছে ।ছাত্র- ছাত্রীর সংখ্যা ২০১৬ সালে ৫৫৫ জন।ছাত্র- ছাত্রীরা বলেছেন তাদের বীদ্যালয়ে আসতে ভালো লাগে কারণ,বীদ্যালয়ে খেলার সাথীদের সাথে খেলতে পারে,টিফীনের সময় তাদেরকে বিস্কুট দেয় এবংশিক্ষকরা ছাত্র- ছাত্রীদের অনেক ভালোবাসে।পাঠশালা অনুষ্ঠানটি সম্পর্কে আপনারা শুনতে পান প্রতি সোমবার সকাল ১১টায়।শুধু মাত্র রেডিও মেঘনা ৯৯.০ এফ এমে। এই অনুষ্ঠানটির উপস্থাপিকা: চম্পাকলি,ছবি তুলেছেন: চম্পাকলি সম্পাদনায় ছিলেন: জেসমিন শুনতে থাকুন ৯৯.০ এফ এমে। , facebook এ আমাদের সাথে থাকুন www.facebook/রেডিও মেঘনা ।