হাঁস-মুরগি গবাদি পশুর যত্ন ও করণীয় বিষয়ক রেডিও মেঘনার সাক্ষাৎকার মূলক আলোচনা অনুষ্ঠান “যত্নে মিলুক সফলতা” ধারাবহিক এ অনুষ্ঠানের চতুর্থ পর্বের আজকের আয়োজনে আলোচনার বিষয় গবাদি পশুর ওলান প্রদাহ রোগ। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত ছিলেন, প্রানি সম্পদ অধিদপ্তরের উপসহকারি কর্মকর্তা মো: আলমগীর হোসেন। এ অনুষ্ঠানটিতে ফোন কলেন মাধ্যমে যুক্ত হয়েছেন অসংখ্য শ্রোতা। অনুষ্ঠান চলাকালিন সময়ে শ্রোতারা গবাদি পশুর যত্ন ও করণীয় নিয়ে প্রশ্ন রেখেছেন প্রানি সম্পদ অধিদপ্তরের উপসহকারি কর্মকর্তা মো: আলমগীর হোসেন স্যারের কাছে। গবাদি পশুর ওলান প্রদাহ রোগে কেনো আক্রান্ত হয়, এ রোগ নিয়ন্ত্রনের জন্য কোন ধরনের প্রাথমিক চিকিৎসা ও করণীয় সম্পর্কে আলোচনা করেন শ্রোতাদের উদ্দ্যেশে। অনুষ্ঠানটি শুনে উপকৃত হয়েছেন চরফ্যাশন ও আশেপাশের ছোট-বড় কয়েকজন খামারি সহ গৃহিনীরা। এ অনুষ্ঠানে অর্ধশতকেরও বেশি শ্রোতা ফোন কল করেন এবং এ ধরণের অনুষ্ঠান নিয়মিত প্রচারের জন্য অনুরোধ জানান। উপস্থাপনায় ছিলেন লাবনী হোসেন। অনুষ্ঠানটি প্রচারিত হয়েছে শনিবার বিকাল ৫:৫০ মিনিটে। নিরাপদে থাকুন, সুস্থ্য থাকুন এবং রেডিও মেঘনার সাথেই থাকুন।