দেশের মৎস্য সম্পদের সুরক্ষা ও মাছের বংশবিস্তারে সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এবিষয়ে মৎস্যজীবিদের সচেতন করার লক্ষ্যে সরাসরি আলোচনা অনুষ্ঠানে রেডিও মেঘনার স্টুডিওতে উপস্থিত ছিলেন, ভোলার জেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম ও চরফ্যাসন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার।বিশেষ এই আলোচনা অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, মাছের প্রজনন বৃদ্ধি নিশ্চিত করার জন্য দেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য সামুদ্রিক মৎস্য আইন ২০২০ অনুযায়ী ২০ মে থেকে ২৩ জুলাই ২০২১ পর্যন্ত মোট ৬৫ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরণের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে জীবন-জীবীকা বা সংসার চালানোর জন্য মৎস্যজীবিরা নদীতে মাছ ধরতে পারবেন। এই নিষেজ্ঞা চলাকালীন সরকারের পক্ষ থেকে মৎস্যজীবিদের জন্য যথেষ্ট আর্থিক সহযোগিতা ব্যবস্থা করা হবে।চরফ্যাসন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, বিগত বছরে বিভিন্ন মাছ ঘাটে অভিযানের মাধ্যমে মাইকিং, লিপলেট ও প্রচার-প্রচারণা পরিচালনা করে সুফল পাওয়ায় এবছরও তা অব্যাহত থাকবে। অনুষ্ঠানটির উপস্থাপনায় তাসপিয়া এবং প্রযোজনায় উম্মে নিশি। প্রচারিত হবে আজ (১৮ মে, মঙ্গলবার) বিকাল ৫:৪০ মিনিটে। শুধুমাত্র রেডিও মেঘনা ৯৯.০ এফএমএ।