চরফ্যাসনে হঠাৎ করেই শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। চরফ্যাসন হাসপাতালে গিয়ে দেখা যায়, আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। জাহানপুর এবং লেতরা এলাকার অভিভাবক শাহানাজ (৩০) এবং নুরুন্নাহার (২৫) জানান, তাদের শিশু সন্তান হঠাৎ করেই ডায়রিয়ায় আক্রান্ত হলে দুদিন হলো হাসপাতালে ভর্তি করিয়েছেন। এখন অনেকটাই সুস্থ আছে বলে জানান তারা। উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে জানা যায়, শুধু তারাই নয় আরো অনেকের সন্তানই এখন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য চরফ্যাসন হাসপাতালসহ নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে প্রয়োজনীয় চিকিৎসার ও পরামর্শ নিতে আসছেন অভিভাবকরা।এবিষয়ে শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুব করিম বলেন, যদিও শীতকালে ডায়রিয়ার প্রকপ কম কিন্তু ডায়রিয়া সব সময়ের জন্যই খারাপ। শিশুর ডায়রিয়ার ক্ষেত্রে সব সময়ই সতর্ক থাকতে হবে। শিশু ডায়রিয়া শুরু হলে সাধারণ খাবারের পাশাপাশি স্যালাইন খাওয়াতে হবে। তরপরও অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতাল নিয়ে আসতে হবে। চিকিৎসা ও পরামর্শ বিষয়ক অনুষ্ঠান ‘স্বাস্থ্যই সুখ’।