‘উপকূলের মানুষের কন্ঠ শুনি রেডিও মেঘনায়’ এই পতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হয়েছে রেডিও মেঘনার উপদেষ্টা কমিটির দ্বি-মাসিক সভা। আজ (বুধবার, ৩১ মার্চ) বিকেল ৩ ঘটিকায় রেডিও মেঘনার সভাপতি ও চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্তে উপজেলা প্রশাসন সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।প্রথমে গত বছর থেকে শুরু হওয়া কোভিড-১৯ পরিস্থিতি, দুর্যোগসহ রেডিও মেঘনার বিগত এক বছরের কর্যক্রম নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন রেডিও মেঘনার সহকারী স্টেশন ম্যানেজার উম্মে নিশি। এরপর উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যরা বলেন, রেডিও মেঘনা উপকূলীয় এলাকা চরফ্যাসনের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। শিক্ষা-স্বাস্থ্য, জেলে, কৃষক, কিশোর-কিশোরীর স্বাস্থ্য বিশেষ করে করোনা কালীন সময়ে রেডিও মেঘনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেন। সভায় বয়স্ক ভাতা, প্রজনন স্বাস্থ্য, কৃষি, গবাদিপশু পালনে করণীয় বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রচারের আহ্বান জানান রেডিও মেঘনার সভাপতি মো: রুহুল আমিন।সভায় ভোলা জেলার সহকারী পরিচালক রাশিদা বেগমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কোস্ট ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক সনত কুমার ভৌমিক, চরফ্যাসন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কয়ছর আহম্মেদ দুলাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মহিউদ্দিন, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা মো: আতিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো: আবু হাসনাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ^াস, চরফ্যাসন রেঞ্জ কর্মকর্তা মো: আলাউদ্দিনসহ কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক, রাশিদা বেগম, উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ ও রেডিও মেঘনার কর্মীগন। প্রতিবেদনে মৗসুমী মনিষা